Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে উসানের নতুন কমিটি গঠন, সাবেকদের বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ৩, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন বরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব নন্দীগ্রাম (USAN) এর উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ২০জন ও সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ৪জনকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।

ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম, বগুড়া (USAN) মূলত নন্দীগ্রাম উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০২০ সালে প্রতিষ্ঠিত একটি প্রগতিশীল, স্বেচ্ছাসেবী এক সহযোগিতামূলক সংগঠন। এটি প্রতি বছর নন্দীগ্রাম উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের একত্রিত করে পরস্পরের মধ্যে যোগাযোগ, সংযোগ, সহযোগিতা ও সমাজকল্যাণ মূলক কাজে অংশগ্রহণের নিমিত্তে প্রতিষ্ঠিত।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সিভিল সার্জন ডা.আল মামুন, সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম রাব্বানী, টিএমএসএস মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.শাইখ আহম্মেদ রিংকু, বিবিসি বাংলার সাবেক গণমাধ্যমকর্মী ও বর্তমান যমুনা টেলিভিশনের নিউজ প্রেজেন্টার ফয়সাল তিতুমীর, মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুর রশিদ তোতা।

এসময় উসানের স্নাতক সম্পন্নকারী সদস্যদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ২০২৪ সনের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত হওয়ায় মোঃ রুহুল আমিন (রাবি) ও নুরুন্নবী স্বর্গ (রাবি) কে বিশেষ সম্মাননা ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়

অনুষ্ঠান শেষে উসানের সাবেক সভাপতি মাহদী হাসান আল-আমিন (পাবিপ্রবি) ও সম্পাদক তাজিজুল ইসলাম তুহিন (শেকৃবি) কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় একইসাথে তাজিজুল ইসলাম তুহিনকে(শেকৃবি) সভাপতি,নাঈমা আফরিন শিফাকে(রাবি) ১নং সহ-সভাপতি ও আ. হালিম বোখারী (রাবি)কে সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।