Khaborer Patrika
ঢাকাবুধবার , ২ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে হোটেল মালিকের জরিমানা

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ২, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

নন্দীগ্রামে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বগুড়ার নন্দীগ্রামে দুই হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বুধবার (২এপ্রিল) সকাল ১০ টায় নন্দীগ্রাম  বাসস্ট্যান্ডে বাংলা দই ঘরে ৩হাজার এবং আরব আলী হোটেলে ৩হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। ভ্রাম্যমাণ অভিযান চলাকালে তিনি এই প্রতিবেদকে বলেন, দৃশ্যমান স্থানে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই হোটেলে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।অভিযান চলাকালে প্রসিকিউটর হিসেবে ছিলেন নন্দীগ্রাম থানার এসআই সিয়াম।