Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈদ মার্কেট শেষে ফেরার পথে বাস চাপায় শিক্ষিকা নিহত

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ২৮, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে বাসচাপায় শামীমা আক্তার (৩৫) নামে এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। শুক্রবার (২৮মার্চ) ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের পেংহাজারকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ১নং বুড়ইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমের স্ত্রী।

স্থানীয়দের বরাতে জানা যায়, বগুড়া থেকে ঈদ মার্কেট শেষে নন্দীগ্রামের কুন্দারহাট বাসস্ট্যান্ড থেকে ইফতারি কিনে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে স্বামী আব্দুল হাকিম ও ছেলে সানজিলকে নিয়ে রওনা হচ্ছিলেন। রাস্তায় ওঠা মাত্রই বগুড়া থেকে রাজশাহী গামী দ্রুতগতির সেঞ্চুরি পরিবহনের একটি বাস মোটরসাইকেল কে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল সহ সিটকে পড়ে যায় বিএনপি নেতা আব্দুল হাকিম তার স্ত্রী শিক্ষিকা শামীমা ও ছেলে সানজিল। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তিন জন।

স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় শিক্ষিকা শামীমার। ঘটনাস্থলে গুরুতর আহত হওয়া বিএনপি নেতা আব্দুল হাকিম ও ছেলে সানজিলকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করানো হয়।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান বলেন, বগুড়া থেকে ফেরার পথে কুন্দারহাট বাসস্ট্যান্ডে বাস চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে ও দুইজন গুরুতর আহত হয়েছে। ঘাতক বাস চালক পালিয়ে গেছে বাসটি থানা হেফাজতে রয়েছে।