Khaborer Patrika
ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সিএনজি থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ২৩, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকেলে বগুড়া- নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড সংলগ্ন নুন্দহ’র মাথায় সিএনজি থেকে পড়ে মৃত্যুর ঘটনাটি ঘটে। 

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, নন্দীগ্রাম থেকে একটি যাত্রীবাহী সিএনজি বগুড়ার দিকে যাচ্ছিল। বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড সংলগ্ন নুন্দহ এলাকায় সিএনজি পৌছিলে সিএনজিতে থাকা দেলোয়ার হোসেনের মাথা ঘুরে সিএনজি থেকে পড়ে যায় এতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। মৃত দেলোয়ার হোসেনের মাথা ঘোরার রোগ ছিল, তার বাড়ি কাহালু উপজেলায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।