নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফএর চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের সুবিধা বঞ্চিতরা বিনা মূল্যে পেলেন ১০কেজি করে ভিজিএফএর চাল। ঈদুল আজহা উপলক্ষে সহায়তা হিসেবে ১৮মার্চ মঙ্গলবার এই চাল বিতরণ করা হয়।
এদিন সকাল ৯টায় ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরনের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।এসময় তদারকি কর্মকর্তা মোত্তালেব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক ও ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম, পরিষদের সচিব, ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠরা জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সহায়তা হিসেবে ইউনিয়নের দুস্থ্য, অসচ্ছল ও অতি দরীদ্রের মাঝে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।