বগুড়ার নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৩ই মার্চ (বৃহস্পতিবার) দুপুরে নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রাম মাঠে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ মৌসুমে বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবসের সভাপতিত্ব করেন বগুড়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচারক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ।উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্যের সঞ্চালনায় উক্ত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ,কে এম মফিদুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার শর্মিলী ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহাদাত হোসেন, সোহেল রানা, আব্দুস সালাম, সুজন কুমার প্রমূখ।