বগুড়ার নন্দীগ্রামে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মুদি দোকানদারকে ১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১২ই মার্চ (বুধবার) দুপুরে উপজেলার হাটকড়ই বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
এ সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর ধারায় দিলীপ ট্রেডার্সের মালিক দিলীপ কুমার (৬০) কে ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শক আবু মুছা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন রমজানের পবিত্রতা মেনে চলতে হবে এবং নির্দেশনা অনুযায়ী দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে । অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।