Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাবা-ছেলে মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ১১, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় বাবা ছেলে মিলে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১০ মার্চ) রাত ১১ টার দিকে রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাসিনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি বগুড়া শহরের ফুলবাড়ি মগলিশপুর এলাকার তুলসি দাসের ছেলে গোপাল চন্দ্র দাস। এ মামলায় গোপালের বাবা তুলসি দাস পলাতক রয়েছেন।

র‌্যাব-১২ সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বগুড়ার সদর উপজেলার ফুলবাড়ি মগলিশপুর এলাকায় এক স্কুলছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে গোপাল চন্দ্র দাস ও তার বাবা তুলসি চন্দ্র দাস ধর্ষণ করে। এ ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং গত ৪ মার্চ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র‌্যাব-১২ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে গোপাল চন্দ্র দাসকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।