Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে প্রশাসন, জরিমানা

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ৪, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চলছে পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসকে ঘিরে বগুড়ার নন্দীগ্রামে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সঙ্কট ঠেকাতে নিয়মিত বাজার তদারকিসহ অভিযান পরিচালনা করা হচ্ছে।

(৪মার্চ) মঙ্গলবার বেলা ১১টায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড বাজার এলাকায় বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। এ সময় ওস্তাদি দধি ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদপত্র না থাকা, মোড়কের ভেতরে পণ্যের নিট পরিমাণ না থাকা ও পণ্যের পরিচয় না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড ২০১৮ আইনে ওস্তাদি দধি ভান্ডারের মালিককে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এছাড়াও হাটের বিভিন্ন দোকানীর মধ্য অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করার জন্য সতর্কতা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এঅভিযান চলাকালে প্রসিকিউটর হিসেবে ছিলেন, বিএসটিআই বগুড়ার পরিদর্শক শাহ আলম পলাশ খান।