বগুড়ার নন্দীগ্রামে মর্নিং স্টার ক্রিকেট প্রিমিয়ার লীগ ( সিজন-৬) এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১মার্চ শনিবার নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে মর্নিং ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় জাররাহ সুপার কিংস বনাম নন্দীগ্রাম নাইট রাইডার্স অংশগ্রহণ করে।
১২ ওভারের খেলায় জার্রাহ সুপার কিংস ১০৪ রানের টার্গেট দিলে নন্দীগ্রাম নাইট রাইডার্স ১০ বল হাতে রেখেই ম্যাচ বিজয় লাভ করে। পরে ম্যাচে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক মজনু, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, পৌর ছাত্রদলের সিঃ সহ সভাপতি আসাদুল্লাহ, প্রচার সম্পাদক সুজন, যুবনেতা তুষার সহ আরও অনেকে।