Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমান আদালতে এক কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর বাজারের কীটনাশক দোকান রিয়াদ ট্রেডার্সে এ ভ্রাম্যমান আদালতে অভিযান চালান  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রিয়াদ ট্রেডার্সের মালিক আলী আজম (৩৭) কে ১০ হাজার টাকা জরিমানা করেন। এই অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: গাজীউল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, এ অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মো: আশিকুর রহমান।