Khaborer Patrika
ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আমাদের সন্তানরা আগামী দিনের ভবিষ্যৎ: নন্দীগ্রামে ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠানে সাবেক এমপি মোশারফ

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। এ কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের ভালোভাবে লেখাপড়া করতে হবে। আর ভালোভাবে লেখাপড়া করলেই পিতা-মাতা ও শিক্ষকন্ডলীদের প্রচষ্টা সফল হবে। তোমরাই আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম ন্যাশনাল কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ মো. রাব্বানীর সভাপতিত্বে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী, নতুন ছাত্র- ছাত্রীদের বরণ, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজেন্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মোহাসিন আলী, সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নন্দীগ্রাম উপজেলা ১নং বুড়ইল ইউনিয়নের কৃতি সন্তান মো. গোলাম রাব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।