Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আমুর বাড়ি

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। তার আগে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর গুঁড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ভবনটি ভাঙা শুরু করে ছাত্র-জনতা। তবে, তার আগে দেড়টার দিকে বুলডোজার ও মিছিলসহকারে ভবনের সামনে অবস্থান নেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে কালীবাড়ি রোডের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর নগরীর জীবনানন্দ দাশ সড়কে অবস্থিত আমির হোসেন আমুর বাসভবনের সামনে আসেন ছাত্র-জনতা। পরে তারা ভাঙা শুরু করেন।

শিক্ষার্থী আকিব বলেন, ফ্যাসিবাদের যতগুলো আস্তানা আছে আমরা তা গুঁড়িয়ে দিতে চাই। জনগণের টাকা দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা এসব প্রাসাদ করেছে।

স্থানীয় জনতা মোস্তাফিজ বলেন, ভারতে পালিয়ে গিয়েও ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে। আমরা ওর হুমকির জবাব দিতে চাই। আমরা জানাতে চাই আর কোনোদিন আওয়ামী লীগের স্থান বাংলায় হবে না। আওয়ামী লীগের ইতিহাস মুছে ফেলা হবে।

এর আগে সাদিক আব্দুল্লাহর বাসভবন ভাঙার সময় সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমির হোসেন আমুর ভবন ভাঙার সময় তেমন বাধার মুখে পড়তে হয়নি ছাত্র-জনতার।

উল্লেখ্য, আমির হোসেন আমুর বাড়ি ঝালকাঠি পৌর শহরে হলেও তিনি বরিশালের এই ভবনে থাকতেন। এখানে বসেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।