Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলা স্কুল, মাদরাসা ও ক্রীড়া সমিতির আয়োজনে নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া শিক্ষকদের পরিচালনায় দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক (শারিরীক শিক্ষা) রুহুল আমিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম, পাঠান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার লুপা নাসরিন, ক্রীড়া শিক্ষক আশরাফুল আলম প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় নন্দীগ্রাম উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে অংশগ্রহণকৃত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।