Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ২৮, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় রাজু আহমেদ (৫৫) নামের এক হেলপার নিহত হয়েছে। নিহত রাজু আহমেদ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বিজয়রাম কবতপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোররাতে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে টুকু হোসেনের হোটেলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, নাটোরের দিক থেকে আসা কয়লাবাহী (ঢাকা মেট্রো ট-২২৪২৬৯) একটি ট্রাক কুন্দারহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা (ঢাকা মেট্রো ট- ২৪৬৮১১) আরেকটি কয়লাবাহী ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, কুন্দারহাট বাসস্ট্যান্ডে ট্রাক দূর্ঘটনায় ট্রাকের একজন হেলপার নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাক দুইটি থানা হেফাজতে আছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।