Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের আলোচনা সভা

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ১৭, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলা  প্রেস ক্লাব চত্ত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, মহসিন আলী,মামুন আহমেদ, গোলাম মোস্তফা, মেহেদী হাসান, এআর মানিক, বিজয় চন্দ্র, প্রমূখ। সভায় বক্তারা বলেন,  শোষণ-নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতা ছিল বাঙালির অন্যতম দাবি। আর সেই দাবি বাস্তবায়নে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন দেশের নিরীহ জনতা। দেশ মাতৃকার মুক্তির জন্য ৯ মাসের লড়াই-সংগ্রাম বাঙালির বীরত্বকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করেছে। সব শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।