Khaborer Patrika
ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কুুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ৩০, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে চার কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার ২৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ইসবপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, নাটোর জেলার সিংড়া উপজেলার কুমগ্রাম এলাকার উত্তম প্রামাণিক (৩১), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ধর্মপুর এলাকার রিপন সরকার (২৮) ও ঘামলা পূর্ব এলাকার জাহাঙ্গীর আলম আপেল (৩০)। উল্লেখ্য, বগুড়া-নাটোর মহাসড়কের নাটোরগামী একটি সিএনজি (রেজিষ্ট্রেশন নম্বর-থ-১১-৫৫১৬) যাত্রী মাদক বহন করছে এমন তথ্য পাওয়ার পর কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামানের নেতৃত্বে এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উক্ত সিএনজি আটক করেন। সেসময় সিএনজিতে আসামিদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।