Khaborer Patrika
ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ২৮, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডবে নির্মমভাবে নিহত শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৮ অক্টোবর বিকেল তিনটায় নন্দীগ্রাম শহীদ মীর মুগ্ধ চত্ত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখা  জামায়াতে আমীর মাওলানা আনোয়ারুল হকের সভাপতিত্বে ও জমায়াতের  সাবেক পৌর সেক্রেটারি আব্দুল আলীম  এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পশ্চিম জেলা সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম রাজু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল।এ সময় আরও বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা তারবিয়াত প্রশিক্ষক শেখ সাদী ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আমিরুল  ইসলাম মমিন, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম,এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের যুব বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবুজার ফটিক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন জামায়াতের ১ নং বুড়ইল  ইউনিয়ন সেক্রেটারি জহুরুল ইসলাম  ১ নং বুড়ইল ইউনিয়ন এর ওলামা বিভাগের সভাপতি আমির হোসেন আজাদী, রাকিব হোসেন,মাওলানা হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা এ আলোচনা সভা ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেন। শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী।