রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃনন্দীগ্রাম উপজেলা জামায়াতের অঙ্গসংগঠন ওলামা বিভাগের ১নং বুড়ইল ইউনিয়নের উদ্যোগে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২১ শে সেপ্টেম্বর ২০২৪ আলেমদের নিয়ে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন ওলামা বিভাগের আহ্বায়ক মাওলানা আমির হোসেন আজাদীর সভাপতিত্বে ও ১নং বুড়ইল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা জহুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি ওলামা বিভাগ বগুড়া জেলা (পশ্চিম) ও নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী , বগুড়া জেলা (পশ্চিম) মাওলানা মোঃ মমতাজ উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলার সাবেক চেয়ারম্যন অধ্যক্ষ তায়েব আলী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী , বগুড়া জেলা পশ্চিম এর কর্ম পরিষেদ সদস্য মুহাম্মাদ মতিউর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলার আমীর আলহাজ্ব মাওলানা আনোয়ারুল হক।
বরেণ্য অথিতিদের মধ্যে বক্তব্য রাখেন আলজাহ্ব মোঃ ফজলুল হক কর্ম পরিষেদ সদস্য নন্দীগ্রাম উপজেলা ও মাওলানা মোঃ আব্দুল হামিদ আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং বুড়ইল ইউনিয়ন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা উমর ফারুক বিন হাবিবী প্রভাষক (আরবী)দামগাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল স্নাতক মাদ্রাসা নন্দীগ্রাম বগুড়া মাওলানা রফিকুল ইসলাম শিক্ষক মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নন্দীগ্রাম, বগুড়া । আরো বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন রুবেল প্রমুখ।