বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়নে ৭নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭নং ওয়ার্ড চাকলমা বিএনপির অস্থায়ী কার্যলয়ে সাধারণ জনতার সাথে ওয়ার্ড বিএনপির নেতারা মতবিনিময় সভার আয়োজন করা করে।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো রমজান আলীর ও চাকলমা জামে মসজিদের সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, ওয়ার্ড মেম্বার আলহাজ্ব আশরাফ আলী, চাকলমা বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলী, বিশিষ্ট ব্যাবসায়ী জয়নাল আবেদীন মন্টু, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো মিলন সরকার, বিএনপি নেতা মো নজরুল ইসলাম ফটিক, ফরহাদ হোসেন, মো আব্দুল আলীম, মো মুকুল হোসেন, মো এনামুল হক, মো জহুরুল ইসলাম, মো লেবু সরকার, মো আজিজার রহমান, মো সাদিক সরকার, মো আনোয়ার হোসেন, নন্দীগ্রাম উপজেলার যুবদল এর সজল সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা, মো মানিক সরকার ও মো রাকিব বাবু, ওয়ার্ড ছাত্রদল নেতা সিহাব হোসেন,সৌরভ, সাব্বির প্রমুখ।
মতবিনিময়কালে বিএনপির নেতাকর্মীরা বলেন, কোন অনুপ্রবেশকারীরা বা দলের কেউ দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে তাহলে আপনারা নিজ হাতে তাদের প্রতিহত করবেন, এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করবেন। কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনের সাবেক সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশনা মেনে চলবেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপির বিগত দিনে কাহালু- নন্দীগ্রামের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করবেন। এছাড়াও আগামীতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির উন্নয়ন মূলক কাজের প্রচার ও ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করার জন্য সবাইকে নির্দেশ দেয়া হয়।