বগুড়ায় নন্দীগ্রামে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ জিয়াউর রহমান এর উদ্যোগে বীরপলি কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংগ্রামী ছাত্রনেতা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক মোঃ মতিউর রহমান মুসা। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা করা হয়, তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিন, উপজেলা বিএনপির প্রচার সম্পদক ও ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান মশি। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল-ইমরান, উপজেলা যুবদলের সদস্য বুলবুল আহম্মেদ বাধন, ১নং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। ৪নং ওয়ার্ড যুবদল সভাপতি লিখন। অত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আতিকুর ইসলাম, সাঈদ সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।