বন্যাকবলিত অসহায় মানুষের আর্থিক ও মানবিক সহায়তাসহ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে দেশবাসী। এসব মানবিক সহায়তা সংগ্রহ করতে জেলায় জেলায় একাধিক রাজনৈতিক, সামাজিক, ক্লাব, সংগঠন কাজ করছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে বন্যার্তদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার মাধ্যমে বন্যার্তদের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম মোস্তফা, নন্দীগ্রাম কলেজ পাড়া আদর্শ ক্লাবের সভাপতি খন্দকার, মোঃ আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক হাকীম, এম এ মান্নান, সদস্য মোঃ আতিকুর রহমান মানিক সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।