বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে দেশ দ্বিতীয় দফায় স্বাধীনতা অর্জন করায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে সামাজিক মূল্যবোধ থেকে ছাত্র, যুবক, শিক্ষক, প্রবাসী, চাকুরীজীবী ও ব্যবসায়ীদের সমন্বয়ে সমাজে ভাল কাজ করার জন্য “স্বাধীন বাংলা যুব সংঘ” নামে অরাজনৈতিক এবং অলাভজনক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
উক্ত সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৬ আগষ্ট) বিকেল ৫টায় কুন্দারহাট বাসস্ট্যান্ডে সৌন্দর্য বৃদ্ধি এবং ছায়া প্রদানের জন্য কাঠবাদাম, কাঠগোলাপ, নীল-কৃষ্ণচূড়ার বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষরোপন শেষে কুন্দারহাট বাসস্ট্যান্ডে একটি মানবতার দেয়াল উদ্বোধন করেন স্বাধীন বাংলা যুব সংঘের উদ্যোক্তারা।
বৃক্ষরোপন এবং মানবতার দেয়াল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, লালমনিরহাট সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর মো: শামিম উজ জামাল, সৈনিক আব্দুল মুমিন, সোহান মাহমুদ, মনিরুজ্জামান মনির, নজরুল ইসলাম, সাংবাদিক সুমন কুমার নিতাই, রবিউল ইসলাম, আলমাস হোসেন, মো: শাওন, নাইম হোসেন, সাদ্দাম হোসেন, হাসিবুল ইসলাম, রেজওয়ান হোসেন, আবু তালেব (রাবি), মো: সরিফ (রাবি), মো: সানি (চবি), লাবিব হোসেন (চবি)।
এছাড়াও এই স্বেচ্ছাসেবী সংগঠনে সদস্য হিসেবে যুক্ত রয়েছেন সিংজানী ডি.এস.এস সিনিয়র আলিম মাদ্রাসার প্রফেসর হেলাল উদ্দিন, লন্ডন প্রবাসী ইফতিয়ার ইশান, সৈনিক রানা বাবু, কোরিয়ান প্রবাসী নাজমুল ইসলাম, আল-আমিন (পাবিপ্রবি), বাবিন রহমান (খুবি), রিমন (খুবি) প্রমুখ।
বৃক্ষরোপন ও মানবতার দেয়াল উদ্বোধন শেষে ছাত্রদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়ে তাদের অনুপ্রেরণা দেন শিক্ষা শামিম উজ জামাল (বিসিএস শিক্ষা) ।