Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাস্তবায়নে নন্দীগ্রাম উপজেলা জামায়াত ও ছাত্র শিবিরের অবস্থান কর্মসূচি পালন

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১৫, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাস্তবায়নের লক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছে নন্দীগ্রাম উপজেলা জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ১৫ই আগস্ট (বুধবার) সকাল ৭টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিপুল সংখ্যক জামায়াত শিবিরের নেতা-কর্মীরা নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। প্রথমে কোরআন তেলোয়াত করা হয়, এরপর নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমীর আনোয়ারু হকের সভাপতিত্বে উক্ত কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও বগুড়া জেলা পশ্চিম জামায়াতের সেক্রেটারী মনজুরুল ইসলাম রাজু। এসময় বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল,উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রাব্বানী, সদর ইউনিয়নের জামায়াতে আমীর মো. সুলতান আহমেদ, পৌর আমীর জাহিদুল ইসলাম, ১নং ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল হামিদ, ৩নং ইউনিয়ন জামায়াতের আমীর একরামুর রেজা টুকু, ৪নং ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস ছামাদ, ৫নং ইউনিয়ন জামায়াতের আমীর জুলফিকার আলী। এসময় আরোও বক্তব্য রাখেন শেখ সাদী, আব্দুস ছাত্তার, আব্দুল আলিম, মনিরুল ইসলাম মনির, জহুরুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ,শ্রমিক নেতা বোরহান উদ্দিন, রাকিব হোসেন, আতিক, রজব আলী, জাকারিয়া সহ উপজেলার জামায়াতের সকল শেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমিরুল ইসলাম মোমিন।