Khaborer Patrika
ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মিডিয়া সেন্টারের আলোচনা সভা অনুষ্টিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১০, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকদের সংগঠন মিডিয়া সেন্টারের এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (১০আগষ্ট) বিকেলে নন্দীগ্রাম মিডিয়া সেন্টারের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও নন্দীগ্রাম মিডিয়া সেন্টারের সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সুমন কুমার নিতাই, এনসিএন ও সাতমাথা প্রতিবেদক মামুন আহমেদ, প্রথম বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রাজু আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন,  রাকিব বাবু,এআর মানিক, মেহেদী হাসান পুলু, বিজয় চন্দ্র সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় বক্তারা নন্দীগ্রামের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন।