নন্দীগ্রামে মোমবাতির আলোয় শহীদদের স্মরণ ও রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া শহীদদের আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্যে (৯আগস্ট) শুক্রবার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এ দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ নন্দীগ্রাম(USAN) এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজ্জাদুর রহমানসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আওলাদ হোসেন বাবু,মোহন কুমার।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্তর দাস,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজিকুল ইসলাম রাসেল,ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুল মুন্নাফ,এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের অধ্যয়নরত সকল শিক্ষার্থী,বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সচেতন অভিভাবক ও এলাকাবাসী।অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় এর শহীদ মিনার প্রাঙ্গনে শহীদদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ করা হয়।প্রায় তিনশত শিক্ষার্থীর উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।শিক্ষার্থীদের পক্ষ হতে সারাদেশে উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল আচরণ করা ও সকল প্রকার সংহতি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।