বগুড়ার নন্দীগ্রামে উপজেলা জামায়াতের উদ্যোগে কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) বাদ আছর নন্দীগ্রাম কলেজ মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এদোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নন্দীগ্রাম উপজেলা আমীর মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে উক্ত দোয়ার অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া পশ্চিম জেলা জামায়াতের সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মো. মনজুরুল ইসলাম রাজু। এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, গোলাম রাব্বানী, মাওলানা রুহুল আমীন যুক্তিবাদী, জাহিদুল ইসলাম, শেখ সাদী, শিবির সভাপতি আব্দুল মোমিন, মনিরুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ, রাকিবুল ইসলাম ইউনুছ আলী, আব্দুস ছাত্তার, আব্দুল কাদের, একরামুর রেজা টুকু প্রমুখ।
আলোচনা শেষে কোঠা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও নন্দীগ্রামে বসবাসরত সংখ্যালঘু, মন্দির, গির্জা, সাধারণ মানুষের জানমাল, সরকারী-বেসরকারী অফিস, দোকান-পাট, ঘর বাড়ি রাষ্ট্রীয় সম্পদ কেউ যেন ভাংচুর করতে না পারে এজন্য সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর জামায়াতের সাবেক সেক্রেটারী আব্দুল আলিম।