Khaborer Patrika
ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ১৩, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি বাজারের হারুনুর রশিদের ফার্মেসীর সামনে অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত অভির উদ্দিনের ছেলে আকতার হোসেন (২৪) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার কেল্লাপোষী গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী রনি বেগম (২১) কে আটক করে।

তাদের হেফাজত হতে ১টি প্লাষ্টিকের শপিং ব্যাগের ভিতর সাদা পলিথিন দ্বারা মোড়ানো ১ পোটলা গাঁজা, যাহার ওজন ৬০০ গ্রাম ও ১টি হালকা বেগুনি রঙের ভ্যানিটি ব্যাগের ভিতর সাদা পলিথিন দ্বারা মোড়ানো ১ পোটলা গাঁজা যাহার ওজন ৫০০ গ্রাম জব্দ করা হয়। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। ১নং আসামী আকতার হোসেনের নামে লালমনিরহাট সদর থানা এবং ২নং রনি বেগমের নামে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় একটি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং থাকবে।