Khaborer Patrika
ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নন্দীগ্রামে জামায়াত-শিবিরের বিক্ষোভ

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ১০, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যাকারীদের বিচার দাবিতে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০মে) নন্দীগ্রাম উপজেলা জামায়াত-শিবিরের উদ্যোগে নন্দীগ্রাম কেন্দ্রীয় কলেজ মসজিদে মাগরিব নামাজ আদায় শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড মুগ্ধ চত্বরে এসে শেষ হয়। এরপর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের সহ সেক্রেটারি ও বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম,জামায়াতের অর্থ সম্পাদক আব্দুস সাত্তার,পৌর নেতা এটিএম মুজাহিদ, পৌর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আমিরুল ইসলাম মমিন, সেক্রেটারি মনিরুল ইসলাম মনির, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, পৌর যুব জামায়াতের সভাপতি রাকিবুল হাসান রাকিব, শ্রমিক কল্যাণ ফেডারেশন নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সেক্রেটারি রাজু আহমেদ, বাইতুল মাল সম্পাদক সেলিম রেজা, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রজব আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে গণহত্যাকারীদের বিচার ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।