Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে পৌর যুবদল নেতাকে দেখতে ছুটে গেলেন সাবেক এমপি মোশারফ

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ৩০, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি  নওশের অসুস্থ থাকায় বগুড়া হেলথ সিটি হাসপাতালে ছুটে গেলেন বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।

গত ২৮ জানুয়ারি গাছ কাটতে গিয়ে গাছের ডাল চোখে লেগে গুরুতর অসুস্থ হয়ে ওয়ার্ড যুবদলের সভাপতি নওশের। পরিবারের লোকজন নওশেরকে সেখান থেকে উদ্ধার করে বগুড়া হেলথ সিটি হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে দ্রুত এই ওয়ার্ড বিএনপির সভাপতিকে দেখতে যান নন্দীগ্রাম-কাহালু মাটিও মানুষের নেতা সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। ওই সময় ওয়ার্ড বিএনপির সভাপতি নওশেরের সার্বিক খোঁজ খবর নেওয়া সহ তাকে সহায়তা প্রদান করেন।  এসময় সাবেক এমপি বলেন, আমার ওয়ার্ড বিএনপির নেতা অসুস্থ হয়ে হাসপাতালে খবর শুনে দ্রুত ছুটে যাই। এবং সেখানে গিয়ে তার সার্বিক খোঁজখবর নেই। আজ তার অপারেশন হয়েছে। এবং তাকে চিকিৎসার জন্য সহায়তা প্রদান করি। এবং আমি তার সুস্থতা কামনা করি। তিনি আরো বলেন, আমি  দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনো নেতাকর্মীদের পাশেই আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ ।