অবশেষে স্বাধীনতার ৫০ বছর পর ভোগান্তির অবসান ঘটলো বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বসবাসরত হাজারেরও অধিক বাসিন্দাদের।
স্বাধীনতার ৫০ বছর পর এসেও একটু বৃষ্টির পানি হলেই হাটু পানির মধ্য দিয়ে চলাচল করতে হত ওই এলাকার বাসিন্দাদের। রাস্তাটি অত্যন্ত জনবহুল একটি রাস্তা। রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ওই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্র/ছাত্রী সহ হাজারের অধিক মানুষ চলাচল করে থাকে। কৃষি পণ্য সরবরাহের একমাত্র অন্যতম রাস্তা এটি। একটু বৃষ্টির পানি হলেই দীর্ঘদিন ধরে হাঁটু পানি জমে থাকতো রাস্তাটিতে। চরম ভোগান্তি পোহাতে হত কৃষকদের। অবশেষে স্থানীয় চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দুর্ভোগের অবসান ঘটান। ২৩অক্টোবর (বুধবার) সকাল ১০টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রিধইল গ্রামে সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ১নং বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর কবির বাবু, ৪নং ওয়ার্ড মেম্বার রশিদুল আলম, অত্র গ্রামের মোয়াজ্জিম হোসেন, রফিক, নজরুল, আলমগীর, জাকারিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। কৃষক জামাল হোসেন বলেন, অসংখ্য ধন্যবাদ জানাই চেয়ারম্যানকে খুব অল্প সময়ের মধ্য আমাদের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি করে দেওয়ার জন্য। কৃষক জামাল হোসেন আরোও বলেন, আমরা এই রাস্তা দিয়ে কৃষি পণ্য নিয়ে বাজারে যেতে অনেক কষ্ট করতে হত। কিন্তু এখন রাস্তাটি হওয়ার কারণে খুব সহজেই কৃষি পণ্য নিয়ে বাজারে যেতে পারবো।