Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ১০, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া নন্দীগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের নির্দেশে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার । এসময় উপজেলার থালতা মাঝগ্রাম,হাটকড়ই,ভাটগ্রাম,পুনাইল সহ বেশকিছু পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এবছর নন্দীগ্রাম উপজেলায় মোট ৪৫ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন।