Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সিআর মামলার ওয়ারেন্টমূলে চারজন গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ১৫, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে পৃথক পৃথক সিআর মামলার ওয়ারেন্টমূলে চারজনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাধবকুড়ি গ্রামের আলহাজ্ব মঈন উদ্দিনের ছেলে আব্দুল জলিল, আহম্মদ আলীর ছেলে আলাউদ্দিন, মামুনুর  রশিদ ও নন্দীগ্রাম ইউনিয়নের তারাটিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৫ অক্টোবর) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়ার আদালতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।