Khaborer Patrika
ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ১২, ২০২৪ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন হচ্ছে । শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম,ইয়াছিন আলী। পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজেন্ডার,সাধারন সম্পাদক কে,এম শফিউল আলম সুমন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি তার বক্তব্যে বলেন, বগুড়া ৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশনা অনুযায়ী নন্দীগ্রামের ৪৫ টি পূজা মন্ডপে আমরা পরিদর্শন করছি । পুলিশ প্রশাসনের পাশাপাশি নন্দীগ্রাম উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী আপনাদের পাশে রয়েছে আপনাদের কোন ভয় নেই আপনারা নির্দ্বিধায় শারদীয় উৎসব পালন করে যাবেন। কোথাও কেউ যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এজন্য নন্দীগ্রাম উপজেলা বিএনপি আপনাদের পাশে রয়েছে।

পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় শেষে  সাবেক এমপি মোশারফ হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে পূজা উদযাপন কমিটির নিকট নগদ টাকা উপহার হিসেবে প্রদান করেন এবং সুন্দর ও প্রাণবন্ত ভাবে পূজা উদযাপন করার আহবান জানান নেতাকর্মীরা।