দুর্গাপূজায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হেল্পডেক্স গঠন ও হেল্প লাইন চালু করেছে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা।
১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের এই উৎসবটি। এ উৎসবে যেন শতভাগ নিরপত্তা নিশ্চিত থাকে এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলা ছাত্রদলের তত্ত্বাবধায়নে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুর্গাপূজার হেল্পডেক্স চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোম্বর) নন্দীগ্রাম রনবাঘা শ্রী কৃষ্ণের মন্দিরে হেল্পডেক্স উদ্বোধনে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি ও দুর্গাপূজায় হেল্পডেক্স মনিটরিং কমিটির আহবায়ক জুয়েল রানা, উক্ত কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি নবির শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহিন শেহজাদ, সহ সভাপতি রাকিবুল হাসান রাকিব, প্রচার সম্পাদক সুমন আহমেদ ইউনিয়ন ছাত্রদল নেতা আরাফাত, সিজু, মিজান, রাবু, হাসান, ফারুক প্রমুখ।