হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব।
এ উৎসবে যেন শতভাগ নিরপত্তা নিশ্চিত থাকে এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলা ছাত্রদলের তত্ত্বাবধায়নে নন্দীগ্রাম পৌর ছাত্রদলের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসবে সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দুর্গাপূজার হেল্প ডেক্স চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোম্বর) নন্দীগ্রাম শ্রী রাধা গোবিন্দ মন্দিরে হেল্পডেক্স উদ্বোধনে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুল্লাহ সাধারণ সম্পাদক নুরনবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সিজান আহমেদ সাংগঠনিক সম্পাদক আলামিন,পৌর ছাত্রদল নেতা ফজলে রাব্বি, আলামিন,সিজার,সাঈদ,লিখন, ফয়সাল,কাউসার প্রমুখ।