Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় প্রথম নারী জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় প্রথমবারের মতো নারী ডিসি হলেন হোসনা আফরোজা। দেশের ২৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুসারে, ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জে নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগে গত ২০ আগস্ট বগুড়ার ডিসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করে বদলি করা হয়।