Khaborer Patrika
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৪, বার্ন ইনস্টিটিউটে ৬০ জন

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ২১, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ২ জন বার্ন ইনস্টিটিউটে এবং ১ জন ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। আর পাইলট সিএমএইচে মারা যান।

সোমবার (২১ জুলাই) দুপুরে আইএসপিআর, বার্ন ইনস্টিটিউট এবং স্কুলের এক শিক্ষক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান জানান, ৬০ জনের মতো রোগী বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত ও দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে।

এছাড়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, পাইলটসহ ৫ জনকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে পৌনে ৪টার দিকে পাইলট মারা যান।

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।

ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার অভিযানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ স্থানীয় জনতা এবং শিক্ষার্থী-অভিভাবকরাও যোগ দিয়েছেন।