Khaborer Patrika
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন আদর

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ২১, ২০২৫ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামের ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত সাবেক পৌর কাউন্সিলর মোঃ বেলায়েত হোসেন আদর। 

এডহক কমিটির সভাপতি নির্বাচিত হবার পর থেকেই বেলায়েত হোসেন আদরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিএনপি, যুবদল,ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন। জানা যায়, বেলায়েত হোসেন আদর ছাত্র রাজনীতি থেকেই একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান ত্যাগী নেতা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। বিগত আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়েও ভোটারদের ভালবাসায় তিনি বারবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে কারা বরণ করা এই নেতা আজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে কারাবরণ করা সহ নির্যাতিত হয়ে ঘরবাড়ি ছাড়লেও বিএনপিকে কখনো ছাড়েননি। এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, আমি এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার জন্য নিজেকে ধন্য মনে করছি সেই সাথে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি সাবেক এমপি মোশারফ ভাইয়ের প্রতি। আশা করছি এবার অত্র বিদ্যালয়ের সকল সমস্যার সমাধান হবে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান আরো উন্নত হবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বিদ্যালয়ে পড়াশোনার মান আরো উন্নত করার। তার জন্য আমি সকলের নিকট দোয়া চাই।