Khaborer Patrika
ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ২, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যে- বগুড়ার নন্দীগ্রামে  জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২মার্চ (শনিবার) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: বাবু হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো: ফজলুল হক, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, শফিউল আলম ছবি, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, গোলাম মোস্তফা প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সাধারণ ভোটারবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতীয় ভোটার দিবসে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।