Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর-আগুন, আনা হয়েছে বুলডোজার

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পাল্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দেওয়ার পর ধানমন্ডি-৩২ নম্বরে ফটক ভেঙে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে ভাঙচুরে পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়িটি গুঁড়িয়ে দিতে আনা হয়েছে বুলডোজার ও ক্রেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রথমে ছাত্রজনতা বাড়িটির উপর তলায় আগুন দিলেও পরে নিচ তলায়ও আগুন দেয়। এসময় বাড়ির সামনে বুলডোজার ও ক্রেন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একই সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন।

ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর-আগুন, আনা হয়েছে বুলডোজার

এর আগে রাত ৮টার পর থেকেই বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে জনতা। বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়।

মূলত, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

এছাড়া জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয়।