Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ড. মুহাম্মদ ইউনূস আজ দেশে ফিরছেন

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ৮, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ দেশে ফিরবেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার ১০ মিনিটে তিনি দেশে পৌঁছবেন বলে জানা গেছে।

ইউনূস সেন্টার এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার (৭ আগস্ট) তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি। বিমানবন্দরে তাকে কড়া নিরাপত্তা দেন ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা।

বুধবার ইউনূস সেন্টার থেকে বলা হয়েছিল, ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে।