Khaborer Patrika
ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে: তারেক রহমান

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ২৯, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বিএনপির কর্মশালায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় খুলনা জেলা, মহানগর, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতারা অংশ নেন। খুলনার কর্মশালা হয় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে। সাতক্ষীরার কর্মশালা হয় শহরের তুফান কনভেনশন সেন্টারে। বাগেরহাটের প্রশিক্ষণ কর্মশালা হয় শহরের জেলা পরিষদ মিলনায়তনে।

তারেক রহমান বলেন, ‘দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয়, আমরা ৫ আগস্ট দেখেছি। ৫ আগস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। জনগণ থেকে, জনগণের প্রত্যাশা থেকে দূরে চলে গেলে ৫ আগস্টের পরিণতি হবে। ৫ আগস্টের পরিণতি থেকে কোনো রাজনৈতিক দলকে বাইরে থাকতে হলে তাদের জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে।’

খুলনায় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
খুলনায় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানছবি: প্রথম আলো

মানুষ বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চায়, বিএনপির কাছে মানুষের অনেক প্রশ্ন আছে—এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন হলে বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা সরকার গঠন করার। সরকার গঠন করলে বিএনপি মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের আস্থা বা বিশ্বাস আছে। অনেকে অনেক কথা বলবেন, অনেকের অনেক রকম থিওরি আছে, অনেক রকম বক্তব্য আছে, থাকাটাই স্বাভাবিক। আমরা সেটা আশাও করি। প্রত্যেকে প্রত্যেকের মনোভাব তুলে ধরবেন। প্রত্যেকে প্রত্যেকের কথা বলবেন। এটাই গণতন্ত্রের বিউটি। কিন্তু দিন শেষে একজন বেকার জানতে চাইবেন, তাঁর বেকারত্বের অভিশাপ ঘোচানোর জন্য আপনি কী পদক্ষেপ গ্রহণ করছেন বা করতে চান। একজন মা–বাবা দিন শেষে জানতে চান, তাঁর সন্তানের লেখাপড়ার বিষয়ে আপনি, বিএনপি দল হিসেবে কী পদক্ষেপ নেবে। পরিবারের সদস্যরা জানতে চাইবেন, বিএনপি যদি দেশ পরিচালনার সুযোগ পায়, তারা চিকিৎসাসেবার জন্য কী পদক্ষেপ নেবে।’

তারেক রহমান বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে কার সঙ্গে যাব, কাকে গ্রহণ করব, কাকে গ্রহণ করব না, কার সঙ্গে সম্পর্ক করব, কার সঙ্গে সম্পর্ক রাখব না, এসব মানুষ দেখবেন; তবে মানুষ তাঁর দৈনন্দিন সমস্যার সমাধান সম্পর্কে জানতে চাইবেন। এই মুহূর্তে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, নুন এসব জিনিসের দাম বাড়ছে। মানুষের আয় বাড়ানো বা দাম সহনশীল করার জন্য কী পদক্ষেপ নেওয়া হবে, এগুলো মানুষ জানতে চান, দেখতে চান।’

৩১ দফা কর্মসূচিকে মানুষের কাছে নিতে হবে মন্তব্য করে তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য ভালো কী করেছি, ভালো কী করতে চাই, সে কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া। ৩১ দফা শুধু আমাদের দলের নেতা-কর্মীদের জন্য নয়, এটা দেশ ও জনগণের জন্য। সামনে একটা নির্বাচন। নির্বাচনের আগ পর্যন্ত ৩১ দফা কর্মসূচি মানুষের কানে কানে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে। জনগণের কাছে যেতে হবে। এ দেশের মালিক জনগণ। দিন শেষে জনগণ সিদ্ধান্ত নেবেন, আমরা জনপ্রিয় কি জনপ্রিয় না। কাজেই জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।’

খুলনায় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।

সাতক্ষীরায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য শহিদুল আলম ও কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য আতিকুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার, কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য মাহমুদা হাবিবা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, সদস্যসচিব চেয়ারম্যান আবদুল আলিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দিপু প্রমুখ।