Khaborer Patrika
ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইজতেমার স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করুন, রেল কর্মচারীদের জামায়াত

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ২৯, ২০২৫ ১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমাকে সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে এক আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ‘৩১ জানুয়ারি শুক্রবার থেকে তুরাগ নদের তীরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমায় সারা দেশ থেকে বিপুল সংখ্যক মুসলমান অংশগ্রহণ করে থাকেন।২৮ জানুয়ারি থেকে রেল কর্মচারীদের ধর্মঘটের কারণে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আন্দোলনকারী সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের আন্তরিক অনুরোধ তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করুন এবং ন্যায়সঙ্গত দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান করুন।’

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘আশা করি, ধর্মঘট আহ্বানকারী সংশ্লিষ্ট সবাই ধর্মীয় ও মানবিক এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেবেন।’