Khaborer Patrika
ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিগগিরই দেশে ফিরতে চান খালেদা জিয়া

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ২৯, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বর্তমানে অনেকটা ভালো আছেন। দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে আনন্দে সময় পার করছেন। এর ফলে খালেদা জিয়ার মানসিক অবস্থা বেশ ভালো আছে। সব মিলিয়ে তিনি বেশ খোশ মেজাজে আছেন।

শিগগিরই তিনি দেশে ফিরতে চান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে লন্ডন থেকে মেডিকেল বোর্ডের ওই সদস্য বলেন, ‘ম্যাডাম দু-এক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে চান। তবে তারেক রহমান চাচ্ছেন ম্যাডাম রোজার ঈদ পর্যন্ত লন্ডনে থাকুক। এখন দেখা যাক, ম্যাডাম কবে দেশে ফেরেন।’

তিনি আরও বলেন, ম্যাডাম ১৭ দিন দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন। সেখানে ভালো একটি থরো চেকআপ (সম্পূর্ণ দেহ) পেয়েছেন। অন্য জটিলতাও কেটে গেছে। আর স্বাস্থ্যঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি। তবে ম্যাডামের চিকিৎসা প্রায় শেষ। ওনার মূল কিডনিতে যে সমস্যা ছিল, তার অনেকটা উন্নতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় (লন্ডনের সময় রাত সাড়ে ৯টা) তিনি ছাড়পত্র পেয়ে দ্য লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় ওঠেন। সে বাসায় চলছে খালেদা জিয়ার চিকিৎসা। তবে দেশে ফেরার আগে ওনাকে দ্য লন্ডন ক্লিনিকে শেষবার ফলোআপ চিকিৎসার জন্য নেওয়া হবে।

দলের চেয়ারপারসন অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি বলেন, ‘খালেদা জিয়া অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে খুব হাসিখুশি আছেন। রবিবার নেত্রীর সঙ্গে আমাদের নেতা তারেক রহমান একসঙ্গে ডিনার করেছেন। আমার মনে হয় তিনি ৬০ শতাংশ সুস্থ হয়ে গেছেন। খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে না। লন্ডন ক্লিনিকেই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। এখানে বিশ্বখ্যাত চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন।

এম এ মালেক আরও বলেন, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলে খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালের চেয়ে বাসায় বেটার ট্রিটমেন্ট হচ্ছে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের জানান, খালেদা জিয়া হাসপাতাল থেকে ছুটি পেলেও প্রফেসর জন প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন। এ ছাড়া মেডিকেল বোর্ডের সদস্যরা নিয়মিত ফলোআপ করছেন। অর্থাৎ ইউকের যে নিয়ম, সেই নিয়ম মেনেই ওনার চিকিৎসা চলছে।

গত ৭ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে যুক্তরাজ্যে পৌঁছানোর পর দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন। এই হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।