Khaborer Patrika
ঢাকারবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মহাসমাবেশের ডাক দিল বেকার যুবকরা

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়ে আসছে বেকার যুবকরা। এবার একই দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে দাবি জানিয়ে বলা হয়, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ৩৫ বছর করতে হবে। বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর রয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা না হলে আগামী ১১ মে ঢাকায় মহাসমাবেশ করবেন তারা। দীর্ঘদিন ধরেই চাকরিপ্রার্থীরা এ দাবি জানিয়ে আসছেন।

তারা বলেন, কোনো কোনো দেশে চাকরিতে প্রবেশের বয়স উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশেগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫-৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৩৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর। দক্ষিণ এশিয়ার মধ্যে শুধুমাত্র বাংলাদশ এবং পাকিস্তানেই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর।